Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
deistic jail Khagrachhari
Details

খাগড়াছড়ি জেলা কারাগার এর সংক্ষিপ্ত বিবরণীঃ পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য্য মন্ডিত খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১৯৬৪ সালে থানা কারাগার হিসেবে উপর নির্মিত অবকাঠামো নিয়ে খাগড়াছড়ি জেলা কারাগার যাত্রা শুরু করে। স্বাধীনতার পর কারাগারটি মহকুমা কারাগার এবং পরবর্তীতে ১৯৯৬ সালে জেলা কারাগার রূপান্তরিত হয়। এর পর থেকে গণপূর্ত কতৃক টুকি টাকি কাজ করলেও তেমন কোনো কাজ হয়নি। বর্তমানে কারা অধিদপ্তরের সহায়তায় জেলার স্যার অফিস, সুপার স্যার অফিস, সংস্থাপন শাখা, কাপড় গুদাম, কারা ফটক, কারারক্ষী বিনোদন কক্ষ নতুন করে কাজ করানো হয়। এবং অত্র কারাগারের জমি নিয়ে স্থানীয় প্রভাব সালির হাত থেকে কারাগারের জমি উদ্ধার করে কারা অধিদপ্তরের অর্থয়ানে তার কাটার বেড়া নির্মাণ করা হয়েছে। #জেলা প্রশাসক খাগড়াছড়ি পার্বত্য জেলার অর্থয়ানে নতুন করে সালামি মঞ্চ নির্মাণ করা হয়েছে। খাগড়াছড়ি জেলা কারাগারে মোট জমির পরিমাণ প্রায় ১১.৫৪ একর। কারাগারের পেরিমিটার ওয়ালের ভেতরে ০.৫০ একর ও বাইরে ১১.০৪ একর জমি রয়েছে।।

Images
Attachments
Publish Date
25/09/2023
Archieve Date
08/05/2024